হিমা দাসে মুগ্ধ গোটা ভারত।


মঙ্গলবার,২৩/০৭/২০১৯
798

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; ১৯ দিনে পাঁচটি সোনা জয় সোনার মেয়ে হিমা দাসের। স্বাভাবিক ভাবে তাঁর এই সাফল্যে মুগ্ধ গোটা ভারত। ভারতীয় অ্যাথলেটিকসের হাই-পারফরম্যান্স ডিরেক্টর ভোলকার হারমান মনে করেন, ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাস নিজের সেরা পারফরম্যান্সের কাছাকাছি চলে এসেছে। এছাড়া হিমাকে একদিন আগেই অভিনন্দন জানিয়েছিলেন শচীন তেন্ডুলকার। এবার অসমের এই অ্যাথলিটকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। এই মুহুর্তে অভিনন্দনের জোয়ারে ভাসছেন দেশের অন্যতম সেরা অ্যাথলিট হিমা দাস। পাশাপাশি হিমাকে নিয়ে গর্বিত ভারতের অ্যাথলেটিক্স হাই পারফরমেন্স ডিরেক্টর ভোলকার হারমান। স্বাভাবিক ভাবে হিমা দাসের এই সাফল্যে মুগ্ধ গোটা ভারতবর্ষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট