এই প্রথম বার ভারতীয় বাজারে আসছে বিস্ময়কর ইলেকট্রিক SUV Kona


সোমবার,২২/০৭/২০১৯
5413

এই প্রথম বার ভারতীয় বাজারে আসছে বিস্ময়কর ইলেকট্রিক SUV Kona। ভারতে আসছে ই-এসইউভির চোখধাঁধানো মডেল। ভারতীয় বাজারে Hyundai Motors প্রথম আনল বিদ্যুৎ চালিত এসইউভি Kona। বাজারে পৌঁছনোর আগেই শুরু হয়ে গিয়েছে উন্মাদনা।এই Kona ভারতে আসছে কোরিয়া থেকে একেবারে তৈরি হয়ে।ফলে সাধারণ মানুষজন ২৬ লক্ষের থেকে সামান্য কমেই গাড়িটি গ্যারাজে নিয়ে যেতে পারবেন । এই SUV Kona গাড়ী তে Hyundai Motors অতিরিক্ত বেশ কিছু ফিচার যোগ করেছে।যেমন গাড়ি ও চালকের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটি সিটের সঙ্গে লাগানো থাকবে ৬টি এয়ার ব্যাগ, anti-lock break sysytem, blind spotdetection, hill-start assist, এছাড়া ৭ ইঞ্চির ডিজিটাল ইনফোটেইনমেন্ট স্ক্রিনে অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করা যাবে। চালকের আরামের জন্য থাকছে Heated and ventilated seat।

শুধু তাইনয়, এখানে থাকছে রিভার্স ক্যামেরাও। তবে এই শেষ নয় আরও থকছে গাড়ীটিতে real traffic control এবং autonomous emergency break system যার সাহায্যে ইলেকট্রিক গাড়িটিক আরও বেশি ব্যবহার উপযোগী হয়ে উঠবে। Hyundai-এ এই ইলেকট্রিক গাড়িতে All wheel drive ফিচার থাকবে না, টর্কের মাধ্যমে উৎপন্ন শক্তি সরাসরি সামনের চাকায় পৌঁছাবে। বিশ্ববাজারে ইলেকট্রিক এসইউভি Kona দু’টি পৃথক ব্যাটারির অপশনে চালানো হবে।যার মধ্যে ভারতে পাওয়া যাবে ৩৯.২ কিলোওয়াট প্রতি ঘন্টার ক্ষমতাযুক্ত ব্যাটারি গাড়ি। যা একবার চার্জ দিলে ৩১২ কিলোমিটার পর্যন্ত রাস্তা যেতে পারবে। আর গাড়ির সর্বোচ্চ গতি হবে ১৫৫কিমি প্রতি ঘণ্টায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট