পশ্চিম মেদিনীপুর:– সাধারণ মানুষের দাবি-দাওয়া শুনতে জনসহায়তার কারণে দাঁতন ১ ব্লকে জেলা শাসক রশ্মি কমল।দাঁতনের রবীন্দ্র ভবনে এসে দাঁতন ব্লকের প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষের কথা শুনলেন তিনি।বেশিরভাগ মানুষ তাদের আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে দূর্নীতির প্রসঙ্গ তুলেন জেলা শাসকের কাছে।পাশাপাশি এলাকায় বিভিন্ন পাড়া কলোনির মানুষ তাদের না হওয়া কাজ সম্পুর্ন হওয়ার দাবি জানান।সুচারুভাবে জেলা শাসক কাটমানির প্রসঙ্গ এড়িয়ে চলেন।তিনি বলেন-“কাটমানি ইস্যুটা সম্পুর্ন তদন্ত সাপেক্ষ।আজ এখানে সাধারণ মানুষের দাবি শুনতে এসেছি।”
সাধারণ মানুষের দাবি-দাওয়া শুনতে জনসহায়তার কারণে দাঁতন ১ ব্লকে জেলা শাসক রশ্মি কমল
সোমবার,২২/০৭/২০১৯
583