২১ শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে না যাওয়ার ফলে হুমকির অভিযোগ


সোমবার,২২/০৭/২০১৯
481

হাওড়া: রবিবার ২১ শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে না যাওয়ার ফলে হুমকির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া আমতা চন্দ্রপুর পঞ্চায়েতের অন্তর্গত চন্দ্রপুর বোধক পাড়ায়। হুমকির জেরে রবিবার বিকালে আমতা থানায় স্থানীয় তৃনমূল নেতাদের ন’জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, পুলিশ তৃণমূল নেতাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা না নেওয়ায় সোমবার সকালে গ্রামবাসীরা আমতা গুজারপুরে আমতা রানিহাটি সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে আমতা থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে অবরোধকারীরা বলেন অবিলম্বে তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে। তা না হলে আমরা এখান থেকে যাব না। ঘটনার জেরে আমিতো রানিহাটি সড়ক প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধ কারীদের অভিযোগ, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছিলাম।

সেই সময় কিছু তৃনমূলের গুন্ডা বাহিনী এসে আমাদের উপর হামলা চালায়। পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুটতে থাকে। অবরোধকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রনের বাইরে চলে যায় যে, উলুবেড়িয়ার এসডিপিও সানা আক্তারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে হয়। সব মিলিয়ে বলা যায় সকালবেলাতেই এলাকা একেবারে শুনশান হয়ে যায়। এলাকার স্কুলের পঠন-পাঠন বন্ধ করে দেওয়া হয়।
এলাকায় এখন পুলিশের টহলদারি চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট