অসম ও বিহারে বন্যাত্রাণ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ


সোমবার,২২/০৭/২০১৯
484

অসম ও বিহারের বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকায় ত্রাণ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ। সংঘের উদ্যোগে অসমের ধুবড়ী, গুয়াহাটির পান্ডু ও বরাক ভেলির শিলচর , করিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ও উত্তর বিহারের বিস্তীর্ণ বন্যা কবলিত হাজার হাজার মানুষকে ইতিমধ্যেই শুকনো খাবার দেওয়ার কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ ।সংঘের প্রধান সম্পাদক  স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, বিস্তীর্ণ এলাকায় জলস্তর এতটাই বিপদসীমার ওপর দিয়ে বইছে যে অনেক জায়গাতেই সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা এখনও ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেনি ।

তিনি বলেন সংঘের কোচবিহার ,শিলিগুড়ি সহ বিভিন্ন শাখা থেকে ইতিমধ্যেই সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অসমে ও কলকাতা থেকে উত্তর বিহারে পৌঁছে গেছেন ।এছাড়া উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আশ্রম থেকেও ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে ।তবে বর্তমানে মানুষদের উদ্ধার কাজের পাশাপাশি শুকনো খাবার, জলের প্যাকেট, বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হচ্ছে ।খুব শীঘ্রই তাদের মধ্যে রান্না করা খাবার বিতরণ এর কাজ শুরু হবে বলে তিনি জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট