টলিউডের এক ঝাঁকতারকা এখন বিজেপিতে, কটাক্ষ অপর্ণার


শনিবার,২০/০৭/২০১৯
883

কলকাতা: এক ঝাঁকতারকা এখন বিজেপিতে, কটাক্ষ অপর্ণার! ১২ জন টলিউড অভিনেতা বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে যোগ দেন। যাঁদের মধ্যে রয়েছেন পার্নো মিত্র, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, রূপাঞ্জনা, মৌমিতা গুপ্ত, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, কৌশিক,অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম হালদার (লামা), রূপা ভট্টাচার্য,প্রমুখ। অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন এই দলবদলের ব্যাপার নিয়ে সরব হলেন।বললেন, ডুবন্ত জাহাজ তৃণমূলকে ছেড়ে ক্ষমতার সুবিধা নিতে টলিউডের একটা অংশ বিজেপিতে গিয়েছে।অপর্ণা সেন কটাক্ষ করে বলেন, এটা নীতিবোধের অভাব। যেদিকেই ক্ষমতার উদ্দগ পেয়েছেন, সেদিকেই গিয়েছেন ওঁরা। ওঁদের নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।

অপর্ণা সেন আরও বলেছেন শক্তিশালী বিরোধীদের জন্যেই বাম ও কংগ্রেসের পুনরায় ক্ষমতাশালী হওয়া দরকার।আর অন্য দিকে এই দলবদলের ব্যাপার নিয়ে দিলীপ ঘোষ বললেন টলিউডের একটা অংশকে নিয়ে টালিগঞ্জে একটা গোষ্ঠীর মাফিয়া রাজ চলছে। যা বিজেপি দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট