দিল্লি: দিল্লি পুলিশের এবার বড় সাফল্য ধরা পড়ল ৫০০০ কোটির মাদক ব্যবসা,সামনে এল তালিবান সম্প্রদায়। রাজধানীর বুকে চলা বিশাল মাদক ব্যবসার পর্দা ফাঁস হল দিল্লি পুলিশের ১২০ দিন ধরে অভিযান চালানোর পর। আর এই ব্যবসা চালাত এক তালিবান নেতা ও তার পাকিস্তানি সহযোগী। এই মাদক দ্রব আসত আফগানিস্তান থেকে চটের ব্যাগে মশলা ও ড্রাই ফ্রুটস-এর আড়ালে। পুলিশ ৬০০ কোটি টাকা মূল্যের ১৫০ কেজি হেরোইন উদ্ধার করেছে । আর ভারতের ৫ হাজার কোটি টাকার মাদক ব্যবসা চালাত দিল্লি থেকে জাকির নাগর, আখতার মহম্মদ শিনওয়ারি,শিনওয়ারি রেহমত গুল,রইস খান, ভাকি আহমেদ এবং ধীরাজ। এদেরকে পুলিশ গ্রেফতার করেছে। দক্ষিণ-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে কয়েকটি কনভয় ট্র্যাক ঘোরাফেরা করতে দেখেই সন্দেহ হয় পুলিশের। আর যার দ্বারা সন্ধান মেলে এই মাদক চক্রের গোপন ঘাঁটি। তবে এখনও পলাতক রয়েছেন উপরি মহল।
ধরা পড়ল ৫০০০ কোটির মাদক ব্যবসা,সামনে এল তালিবান সম্প্রদায়
শনিবার,২০/০৭/২০১৯
784