পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির


শনিবার,২০/০৭/২০১৯
597

পশ্চিম মেদিনীপুর:- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের খুলশী এলাকায় ।চাষাবাদ জমিতে বারংবার ফসলের ক্ষতি করছিলো কিছু ষাঁড় । ষাঁড়ের উপদ্রব ঠেকাতে নিজের ধানের জমিতে বেঅাইনি ভাবে বিদ্যুতের তারের বেড়া দিয়ে রাখে উতপল সামাই ও উত্তম সামাই নামে দুই ব্যক্তি । সেই তারের বেড়াতে আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নারান সামন্ত নামক অপর এক ব্যক্তি।ঘটনায় জানা যায় সকাল ৮টার সময় নিজের জমিতে যাওয়ার সময় অসাবধানতা বশত বিদ্যুতের বিদ্যুতপিষ্ঠ হয়ে মারা যায় নারান সামন্ত।

তারপর অন্যান্য চাষীরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে সবাইকে খবর দেন ।বেআইনিভাবে বিদ্যুৎ দেওয়ার ফলে নারায়ণ সামন্তের মৃত্যু হয়েছে এই অজুহাতে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা ।অভিযুক্তকেও এলাকাবাসীরা ঘিরে ধরেন ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার পুলিশ ।এলাকায় উত্তেজনা রয়েছে ।তবে ওর মৃত্যু হল এবং যিনি এই কাজটি করেছেন তিনি কিভাবে করতে পারলেন সমস্ত দিক খতিয়ে দেখছেন নারায়ণগড় থানার পুলিশ প্রশাসন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট