নিজস্ব প্রতিবেদন; শুক্রবার খেলোয়াড় নোজমি ওকুহারাকে পরাজিত করে সেমি-ফাইনালে পৌঁছালেন দুরন্ত পিভি সিন্ধু। চলতি মরশুমের প্রথম খেতাবের লক্ষ্যে ইন্দোনেশিয়া ওপেনে অভিযান শুরু করেছেন পিভি সিন্ধু। কোয়াটার ফাইনালে নোজমি ওকুহারাকে পরাজিত করে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করলেন তিনি। দুরন্ত ছন্দে রয়েছেন পিভি সিন্ধু। শনিবার সেমি-ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন চাইনিজ খেলোয়াড় চেন ফেইয়ের।
সেমি-ফাইনালে পৌঁছালেন পিভি সিন্ধু।
শনিবার,২০/০৭/২০১৯
613
বাংলা এক্সপ্রেস---