প্রভাসের পরবর্তী ছবি ‘সাহু’।


শনিবার,২০/০৭/২০১৯
1431

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; বাহুবলী ২ তে তাঁর অভিনয় নজর কেড়েছে সিনে প্রেমীদের। এছাড়া বক্স অফিসে অন্যতম সেরা ছবি হিসাবে জায়গা করে নিয়েছিল বাহুবলী ২। বাহুবলী ২ তে প্রভাসের অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল সিনে প্রেমীদের। পাশাপাশি এই বছর তাঁর নতুন ছবি আসতে চলেছে “সাহু”। ছবিটি হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক সুজিতের এই ছবিতে প্রভাস এবং শ্রদ্ধা ছাড়াও রয়েছেন নীল নীতিন মুকেশ, মন্দিরা বেদি, জ্যাকি শ্রফ, মহেশ মঞ্জেকর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট