লন্ডন: গত বৃহস্পতিবার রাতে লন্ডনে এক অনুষ্ঠানে আই সি সি হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয় তিন ক্রিকেটার কে ।যাদের মধ্যে ছিলেন ভারতের শচীন তেন্ডুলকর, অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার ক্যাথরিন ফিত্জপ্যাট্রিক ও দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ।ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে শচীন তেন্ডুলকর হল অব ফেমে ঢুকে পড়লেন ।এর আগে এই সন্মান পেয়েছেন সুনীল গাওস্কর, বিষান সিং বেদী, কপিল দেব, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় ।২৪ বছরের ক্রিকেট জীবনে বিভিন্ন পুরস্কার ও সম্মান পেয়েছেন ।যেমন অর্জুন পুরস্কার, রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার, ভারত রত্ন, আই সি সি র শ্রেষ্ঠ ক্রিকেটার ।এবার তার মাথায় নতুন পালক যুক্ত হল ।আই সি সি র হল অব ফেমে স্থান পেলেন ।শচীন তেন্ডুলকর এর মতে তার অবদানের জন্য এই স্বীকৃতি পেয়ে তিনি আপ্লুত ।
আই সি সি র হল অব ফেমে শচীন তেন্ডুলকর, অ্যালান ডোনাল্ড, ক্যাথরিন ফিত্জপ্যাট্রিক
শনিবার,২০/০৭/২০১৯
546