নিজস্ব প্রতিবেদন ; দিনভর অস্বস্তিকর গরম, বৃষ্টির দেখা নেই। এমন অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে কোনও আশার বাণীই শোনাতে পারছে না। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। খাতায় কলমে আষাঢ় –শ্রাবন মাস হলেও বৃষ্টির কোন দেখা নেই। অস্বস্তিকর গরম থেকে কিছুতেই রেহাই মিলছে না সাধারন মানুষের। চরম অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে কবে রেহাই মেলে সেটাই এখন দেখার।
বৃষ্টির দেখা নেই অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী
শনিবার,২০/০৭/২০১৯
655
বাংলা এক্সপ্রেস---