গালভরা দুঃখ নিয়ে কাতর কন্ঠে প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন:”আমাকে মুক্ত কর,আমি কেশিয়াড়ির নর্দমা বলছি”


শুক্রবার,১৯/০৭/২০১৯
648

পশ্চিম মেদিনীপুর: চারিদিকে দেখা দিচ্ছে ভয়াবহ পরিস্থিতি,সাধারণ মানুষের খামখেয়ালীপনা এবং প্রশাসনিক উদাসীনতার কারণে প্রত্যেকটি জায়গার নর্দমা থেকে খাল সবই আজ মরণাপন্ন।হারিয়ে যাচ্ছে জলাশয় এর নাব্যতা,সৌজন্যে প্লাস্টিকের যথেচ্ছাচারে ব্যবহার।তাই প্রশাসনিক কর্তা থেকে আমলা সবার কাছে আবেদন রক্ষা করা হোক নর্দমার,পরিষ্কার হোক নিয়মিত।আবর্জনাযুক্ত কেশিয়াড়ির নর্দমার পরিষ্কারের দাবি জানিয়ে এলাকার সাধারণ দোকানদার তপন দাস হ্যান্ডবিল বানিয়ে নিজে প্রতিকি সেজে এলাকা পরিষ্কারের দাবি জানিয়েছে।চারিদিকে যখন সোচ্চার হয়েছে সকলে তখন কেশিয়াড়ির বাসিন্দাও নিজে প্রতিবাদ জানিয়েছে।লক্ষ্য শুধু নির্মল পরিবেশ গড়ার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট