পশ্চিমবঙ্গ আংশিক সময়ের বিদ্যালয় শিক্ষক সংগঠনের ডেপুটেশন প্রদান


শুক্রবার,১৯/০৭/২০১৯
1984

কলকাতা : পশ্চিমবঙ্গ বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষক সংগঠন ডেপুটেশন জমা দিলো ।রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৬০০ জন আংশিক সময়ের শিক্ষক জমায়েত হন করুণাময়ী বাস স্ট্যান্ডে ।সেখান থেকে হাতে প্লাকার্ড ও গলায় কাগজের থালা ঝুলিয়ে শিক্ষকরা স্লোগান দিতে দিতে উন্নয়ন ভবনের পাশের রাস্তা পর্যন্ত মিছিল করে যান । সেখান থেকে সংগঠনের তরফে সভাপতি সমীর দেওঘোরিয়া সহ ছয় জন প্রতিনিধি বিকাশ ভবনে যান ও তাদের ডেপুটেশন জমা দেন ।সংগঠনের তরফে জানানো হয়েছে তাদের দাবি হল আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ী করন, উপযুক্ত সাম্মানিক প্রদান, অবসরের পর এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করা । এই ডেপুটেশন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষা সচিব গ্রহন করেন বলে জানা গিয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট