আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে সাসপেন্ড করল জিম্বাবোয়েকে


শুক্রবার,১৯/০৭/২০১৯
865

নিয়ম অমান্য করাই আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে সাসপেন্ড করল জিম্বাবোয়েকে।জিম্বাবোয়ে ক্রীড়াজগতে রাজনৈতিক মহল টেনে আনার পরিপ্রেক্ষিতে সাসপেন্ড হতে হল। বৃহস্পতিবার লন্ডনে সংগঠিত একটি বার্ষরিক সংগঠনের সমাবেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।আইসিসি এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য নির্দেশ দেন।আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এদিন বলেন, আমরা কোনও সদস্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলে সেটাকে ততটা সহজ ভাবে নিই না।তাই এই রাজনৈতিক ব্যপারটা আমরা সবসময় খেলাধুলোর বাইরে রাখতে চায়। আর তাই আইসিসির সংবিধান ভঙ্গ করেছে জিম্বাবোয়ে।

সেই জন্য আমরা বিষয়টিকে ছেড়ে দিতে পারি না।আইসিসি চায় তাদের নিজেদের সংবিধান যাতে বজায় থাকে সেই জন্য জিম্বাবোয়েকে ক্রিকেট থেকে নির্বাসন করা হোক।এই সিদ্ধান্তের জোরে জিম্বাবোয়েকে আর্থিক অনুদান থেকে বঞ্চিত করবে আইসিসি।এর ফলে জিম্বাবোয়ে আগামী পুরুষদের টি২০ বিশ্বকাপে নাও থাকতে পারে। আর আইসিসি দ্বারা পরিচালিত যেকোনো ধরনের খেলায় জিম্বাবোয়ের কোনো দলকে অংশগ্রহণ করতে দেওয়া হবে নাবলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট