মুম্বই: মুম্বই বিস্ফোরণে জড়িত থাকা দাউদ ইব্রাহিমের ভাইপোকে গ্রেফতার করল মুম্বই পুলইশ। মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন (তোলাবাজি) সেল গতরাতে ছোটা সাকিলের সহযোগীতায় দাউদের ভাই ইকবাল কাসকরের ছেলে রিজওয়ানকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ।বর্তমানে থানে জেলে রিজওয়ানের বাবা তথা দাউদের ভাই ইকবাল কাসকর বন্দি রয়েছে। গ্রেফতার করা হয়েছে রিজওয়ানের সঙ্গে থাকা দুই সঙ্গীকে। পুলিশ দু’দিন আগে বিখ্যাত দুষ্কৃতী আহমেদ রাজা ওয়াধারিয়াকে গ্রেফতার করে তাকে জেরা করেই রিজওয়ানের দেশ ছাড়ার কথা জানতে পারেন গোয়েন্দা বিভাগ। সেই খবর মতো মুম্বই পুলিশ গতরাতে বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান ছাড়ার আগের মহুর্তে রিজওয়ানকে গ্রেফতার করে। মুম্বই পুলিশের বিশেষ দল গত মঙ্গলবার আবু ধাবি থেকে দাউদ ইব্রাহিমের সহযোগী ছোটা শাকিলের ভাই আনোয়ার বাবু শেখকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধেও মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
দেশ ছেড়ে পালাতে গিয়ে গ্রেফতার হল দাউদের ভাইপো
বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
538