আইপিএলের আগামী মরশুমে এই দুই প্রাক্তন তারকার তত্ত্বাবধানেই খেলবে কেকেআর।


বৃহস্পতিবার,১৮/০৭/২০১৯
684

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ; আই পি এলে অন্যতম সেরা ও জনপ্রিয় দল গুলির মধ্যে কলকাতা নাইট রাইডার্স অন্যতম। ফলত এই টিমকে ঘিরে প্রত্যাশাও অনেক বেশি ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে এই বছর কেকেআরের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জ্যাক ক্যালিস। কিং খানের দলকে বিদায় জানালেন সহকারী সাইমন কাটিচও। তবে এবার ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিসকেই নাইটদের হেড স্যর হিসেবে বেছে নেওয়া হয়েছে। সহকারী কাটিচের জায়গায় আনা হয়েছে প্রাক্তন নাইট ব্রেন্ডন ম্যাকালামকে। আইপিএলের আগামী মরশুমে এই দুই প্রাক্তন তারকার তত্ত্বাবধানেই খেলবে কেকেআর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট