৩২ দিনের মধ্যে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ভুপাল কোর্ট


বুধবার,১৭/০৭/২০১৯
505

নাবালিকাকে ধর্ষন করে খুনের মামলায় ৩২ দিনের মধ্যে দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল ভুপাল কোর্ট।এই রায় শোনান, পকসো আইনের বিশেষ বিচারক কুমুদিনী প্যাটেল। সবচেয়ে দ্রুততম বলে মনে করা হচ্ছে এই রায়কে। জানা গিয়েছে ধর্ষণকারীর নাম বিষ্ণু বামোরা। বিষ্ণু বামোরার বয়স ৩৫ বছর।

সরকারি আইনজীবী সেলের মুখপাপ্র সুধা বিজয় সিং ভাদোরিয়া জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩০২(খুন) এবং ৩৭৬-এবি(নাবালিকাকে ধর্ষন)ধারা এই সাজা শোনানো হয়েছে  ৩৫ বছরের বোমরাকে। এছাড়া অপহরণেরও অভিযোগ আনা হয়েছে বামোরার বিরুদ্ধে। দ্রুত এই সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছে পকসো কোর্ট। বিষ্ণুকে ডিএনএ স্টেটের রিপোর্টের ওপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। কমলা নগরের বাসিন্দা কিশোরি। গত ৮ জুন ১২ বছরের কিশোরি বাড়ি বাইরে বের হওয়ার পরই নিখোঁজ হয়ে যায়। একটি নালার ধারে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় পরে দিন সকালে। তদন্ত চালিয়ে খান্ডাওয়ার মরতাক্কা গ্রাম থেকে বিষ্ণুকে ১০ জুন গ্রেফতার করে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট