রাজ্য সরকার ল্যান্ড ট্রাইবুনাল আদালতে বিচারকদের অবসরসীমা বাড়ালো


বুধবার,১৭/০৭/২০১৯
596

রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের অধীনস্তে থাকা রাজ্যের একমাত্র ভূমি সংক্রান্ত ল্যান্ড ট্রাইবুনাল আদালতে বিচারকদের অবসরসীমা বাড়ালো।এই আদালতে আগে বিচারকদের অবসরসীমা ৬২ বছর পর্যন্ত ছিল। অবসরের বয়স ৬৫ বছর অবধি বাড়ালেন গত বুধবার রাজ্য মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রী।সেই সাথে সাথে ৬৮ বছর পর্যন্ত করা হয়েছে ল্যান্ড ট্রাইবুনাল আদালতে ‘চেয়ারম্যান’ বিচারকের অবসরসীমা। রাজ্য সরকারের

এই সিদ্ধান্তে খুব খুশি ল্যান্ড ট্রাইবুনাল আদালতের বার এসোসিয়েশনের সম্পাদক বিশ্বপ্রিয় রায় ওরফে ডালু বাবু। তিনি বিধাননগরের করুনাময়ী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় থাকেন। বিশ্বপ্রিয় রায় জানিয়েছেন – ‘শুন্যপদের তুলনায় কম বিচারক সংখ্যা এই আদালতে, সেই কারণে পুরাতন বিচারকেরা অবসর পেলে আবার নিয়োগ নিয়ে বেশ অনেকটা সময় চলে যেত।

অবসরের সময়সীমা একদধাক্কায় তিন বছর এবং চেয়ারম্যান পদে বিচারকের ক্ষেত্রে অতিরিক্ত ছয় বছর বেড়ে যাওয়ায় সেই বিচারকের অভাববোধ আর তেমন রইলো না। আমরা বার এসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের ভূমি তথা মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাই’।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট