তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ও উস্কানিমূলক কার্যকলাপ বাড়িয়ে তুলছে : সূর্য মিশ্র


বুধবার,১৭/০৭/২০১৯
619

সিপিআই(এম), পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্রের বিবৃতি

বিভাজনের রাজনীতির লাইন নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক ও উস্কানিমূলক কার্যকলাপ বাড়িয়ে তুলছে। রাজ্য প্রশাসন শান্তি, সম্প্রীতি ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। কঠোর হাতে সাম্প্রদায়িক ঘৃণা-বিদ্বেষ বন্ধ করতে এবং সাম্প্রদায়িক শক্তির বিপজ্জনক তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলার পরিবর্তে রাজ্যের শাসকদল কেন্দ্রের শাসকদলের সঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণের এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় নেমেছে। রাজ্যে লোকসভা নির্বাচনের পর সাম্প্রদায়িকতার বিপদ উদ্বেগজনকভাবে বাড়ছে।

হিন্দুত্বের মতাদর্শ সাম্প্রদায়িকতাকে মদত দেয় এবং পরিণতিতে সংখ্যালঘু মৌলবাদের বিকাশেও সাহায্য করে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু মৌলবাদের বিপদের বিরুদ্ধে সমস্ত শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সকলকে আত্মনিয়োগ করতে হবে। এই লড়াইকে দুর্বল করার জন্য বিজেপি’কে নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি’র বিরুদ্ধে লড়াইয়ের এক বিপজ্জনক প্রবণতা চালু করার চেষ্টা হচ্ছে। আমাদের রাজনৈতিক ব্যবস্থার ধর্মনিরপেক্ষ ভিত্তির ক্ষেত্রে এর গুরুতর প্রতিক্রিয়া রয়েছে এবং বাম ও গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে তা গুরুতর বিপদ। এই প্রবণতা প্রতিহত করতে সাম্প্রদায়িকতার ক্রমবর্ধমান বিপদের মোকাবিলায় ব্যাপকতম ঐক্য গড়ে তুলতে বামপন্থীদের দৃঢ় অবস্থান নিতে হবে।

১৭ জুলাই, ২০১৯

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট