আইসিডিএস প্রকল্পের কর্মী ও সহায়িকাদের বঞ্চিত হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকেই দায়ী


বুধবার,১৭/০৭/২০১৯
789

কলকাতা: আইসিডিএস প্রকল্পের কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি না পাওয়া ও অন্যান্য দাবি থেকে বঞ্চিত হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকেই দায়ী করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার কাঠফাটা রোদ্দুরেরর মধ্যে কলকাতার রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী ও এদিনের মঞ্চে হাজির ছিলেন। আইসিডিএস কর্মী ও সহায়িকাদের দাবি-দাওয়া নিয়ে সওয়াল করতে গিয়ে এই দুই বাম নেতা কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হন।

এদিনের সমাবেশ থেকে আইসিডিএস প্রকল্পে কর্মরত কর্মী ও সহায়িকারা দাবি তোলেন এই প্রকল্পকে কোনভাবেই বেসরকারিকরণ করা চলবে না। সেই সঙ্গে বেতন বৃদ্ধির দাবি জানাই তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট