বানতলা চর্মনগরী তে আসছেন মুখ্যমন্ত্রী


মঙ্গলবার,১৬/০৭/২০১৯
481

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: মুখ্যমন্ত্রীর আগমন কে কেন্দ্র করে সেজে উঠছে বানতলা চর্মনগরী। এক গুচ্ছ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি শিলান্যাস করবেন মেগা লেদার ক্লাস্টার এর । বৃহস্পতিবার সেই লেদার ক্লাস্টার এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফুটওয়ার পার্ক, লেদার গুডস পার্ক, সলিড ওয়েস্ট মানেজমেন্ট প্রভৃতির উদ্বোধন হবে এদিন।

ইতিমধ্যেই বানতলায় কগনিজেন্ট আইটি ব্লিডিং এর সামনের মাঠে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। বর্ষার কথা মাথায় রেখে হ্যাঙার বাঁধার কাজ চলছে। যেখানে মুখ্যমন্ত্রী, শিল্প মন্ত্রী, শিল্প দপ্তরের আধিকারিক সহ এক ঝাঁক শিল্পপতি আসবেন ।এদিন মঞ্চ ও নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখেন কলকাতা পুলিশের পদস্থ কর্তা সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা।উপস্থিত ছিলেন, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়,বারুইপুরের মহকুমা শাসক দেবারতি সরকার,ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ খান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট