পৃথিবীতে কমছে অক্সিজেনর পরিমাণ


সোমবার,১৫/০৭/২০১৯
1214

পৃথিবীতে কমছে অক্সিজেনর পরিমাণ, অনুমান বিজ্ঞানিদের। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যে সমস্ত কারণে বিদ্যমান তার মধ্যে অন্যতম একটি উপাদান হলো অক্সিজেন। আর সেই অক্সিজেন নিয়ে বিজ্ঞানিমহলে চিন্তার প্রকোপ ফেলেছে। বিজ্ঞানীরা বলছে পৃথিবীতে অক্সিজেনর পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। যার পরিনতি স্বরুপ পৃথিবীর ওজনে হালকা হয়ে যাচ্ছে। যা উদ্ধেগজনক অবস্থা সৃস্টি করছে। আর যে হারে অক্সিজেনর পরিমান কমছে সেই হারে কিন্তু কার্বন-ডাই অক্সাইডের পরিমান হ্রাস পাচ্ছেনা। কমছে না বাতাসে নাইট্রোজেন ও মিথেন গ্যাসেরও পরিমাণ।

বিজ্ঞানীদের অনুমান বহু কোঠি বছর আগে এই পর্যায়ের সম্মুখিন হয়ে ছিল পৃথিবীর বায়ুমণ্ডল। পৃথিবীতে অক্সিজেনর পরিমাণ কমে যাওয়া ও বায়ুমণ্ডল উত্তরোত্তর পাতলা হয়ে যাওয়ার পিছনে সবথেকে বড় ভুমিকা অরোরা বোরিয়ালিসের। আর এই ধারণা প্রথম দিয়ে ছিল স্যার জেমস জিনস। তিনি বলেছিলেন এক দিন পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে মহাকাশে চলে যাবে। সেই দিন পৃথিবীর আর কোনো বায়ুমণ্ডল থাকবেনা। ফলে এই নীলাভ গ্রহের জীবজগৎ পাবেনা তাদের বেঁচে মতো উপকরণটি। তবে সেটা ১০০ কোটি বছর পরে হতে পারে বলে অনুমান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট