বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড


সোমবার,১৫/০৭/২০১৯
1088

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন ঃ বিশ্বকাপে ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়ে বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। রবিবার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের নাটকীয় জয় । লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। কঠিন পরিস্থিতিতে স্লো খেললেও শুরুটা ভালই করেছিলেন কিউয়ি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৪১ রানে থামে নিউজিল্যাণ্ডের ইনিংস।

 

শেষ পর্যন্ত সুপার ওভারে যায় এই ম্যাচ সুপার ওভারে ইংল্যান্ড ১৬ রানের টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ডকে। আর সেখানেই বাজিমাত ইংল্যান্ডের। নিউজিল‌্যান্ডও ম্যাচ ১৫ রান করে ড্র করে দিয়েছিল। কিন্তু বাউন্ডারির হিসেবে জিতে গেল ইংল্যান্ড।

 

নিউজিল্যাণ্ড দল মরিয়া প্রচেস্টা চালালেও শেষ রক্ষা হল না। তবে এদিন নিউজিল্যাণ্ডের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট প্রেমীদের। স্টোকসের রাজকীয় ব্যাটিংয়ে ভর করে প্রথমবার বিশ্বকাপ জিতল মর্গান বাহিনী। ম্যাচ শেষে উচ্ছ্বাসের বন্যা ইংল্যান্ড শিবিরে।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট