বিগত ১০ বছরে ২৭ কোটি মানুষ গরিবের বাইরে !


সোমবার,১৫/০৭/২০১৯
662

দারিদ্রের কবল থেকে অনেকটাই এগিয়ে গেছে ভারত, বিগত ১০ বছরে ২৭ কোটি মানুষ গরিবের বাইরে ! ভারত এক দশক ও তার বেশি সনয় ধরে চেষ্টার ফলে সফলের মুখ দেখল। গরীবী হটাও এই অবস্থার কাছে চলে গিয়েছে ভারত। এমন তথ্য সামনে এল রাষ্ট্রপুঞ্জের দেওয়া রিপোর্টের মাধ্যমে। আর সেই রিপোর্টে উল্লেখ আছে যে দশটি দেশে (Multidimensional Poverty Index) দারিদ্র্য সূচক হ্রাস পাচ্ছে। ভারত তার মধ্যে অন্যতম একটি দেশ । আর ঝাড়খন্ডের মতো গরীব রাজ্য বর্তমানে অনেকটাই উন্নতিসাধন করেছে। ভারতে সর্বাধিক দশটি জায়গায় এই সূচক হ্রাস পেয়েছে।

রাষ্ট্রপুঞ্জের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানাগিয়েছে ২০০৫-০৬ এবং ২০১৫-১৬ বর্ষে ভারতবর্ষে প্রায় ২৭ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যের করাল গ্রাস থেকে মুক্তি পেয়েছে। এই দারিদ্রোতা হ্রাসের অন্যতম বিষয়গুলি যেমন পুষ্টি, পয়ঃপ্রণালী ব্যবস্থা, রান্নার সামগ্রিক, যোগাযোগ ব্যবস্তার উন্নতি ইত্যাদি। মোট ১০১ টি দেশের সার্ভে করেছে রাষ্ট্রপুঞ্জ। সেই সার্ভে বলছে, গোটা বিশ্বের প্রায় ১.৩ বিলিয়ন মানুষ অনেক দিক দিয়ে গরীব রয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে যে, ১০টি দেশ যাদের জনসংখ্যা ২ বিলিয়নের কাছাকাছি, সেই সব দেশেরই ধীরে ধীরে ( Multidimensional Poverty Index) হ্রাস পাচ্ছে। সেই সব দেশ গুলি হল ভারত,বাংলাদেশ,ভিয়েতনাম,কাম্বোডিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, পাকিস্তান, পেরু এবং হাইতি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট