ভারতকে আবার সোনা এনে দিলেন হিমা দাস


রবিবার,১৪/০৭/২০১৯
500

ভারতকে আবার সোনা এনে দিলেন হিমা দাস। দু’শো মিটার ইভেন্টে নেমে এগারো দিনের ব্যবধানে এই নিয়ে তাঁর তৃতীয় সোনা জয়। হিমা দাস সোনা জিতেছেন ‘ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিট’ থেকে । ভারতীয় এই অ্যাথলেটিকটি ২০০ মিটার দৌড়েছেন মাত্র ২৩.৪৩ সেকেন্ডে, যদিও তাঁর ব্যক্তিগত সেরা সময় ২৩.১০ সেকেন্ড। অসমের এই কন্যা ভারতকে প্রথম সোনাটি এনে দেন ২ জুলাই পোল্যান্ডের পজনন অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স থেকে। সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। হিমা তার দ্বিতীয় সোনাটি নিয়ে আসেন, রবিবার পোল্যান্ডেরই কুতনো অ্যাথলেটিক্স মিট থেকে। সেখানে সময় নিয়েছিলেন ২৩.৯৭ সেকেন্ড। এই দু’টি দৌড়ের থেকে ভালো সময় করেছেন তার তৃতীয় দৌড়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট