কলেজের অতিথি শিক্ষকদের স্থায়ী করনের পথে রাজ্য


রবিবার,১৪/০৭/২০১৯
849

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে কলেজের অতিথি অধ্যাপকদের স্থায়ী করনের চিন্তা ভাবনা চলছে ।বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজের কর্তৃপক্ষ অধ্যাপক এর চাহিদা মেটানোর জন্য অতিথি অধ্যাপক পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করে ।এই সমস্ত প্রার্থীরা স্নাতকোত্তর স্তরে ৫৫ %বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ ।এদের মধ্যে অনেকেই নেট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ, অনেকে আবার এম. ফিল. বা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ।এদের খুবই অল্প বেতনে অনেক ক্লাস করতে হয় ।দীর্ঘদিন ধরে এরা বেতন বৃদ্ধি ও স্থায়ী করনের দাবি করে আসছে ।তাই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতরের তরফে এদের স্থায়ী করনের কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে ।তবে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের নিয়ম মেনে ও যোগ্যতা অনুযায়ী স্থায়ী করন করা হবে ।যাদের সেই যোগ্যতা নেই তাদের তা অর্জনের সুযোগ করে দেয়ার কথা বলা হয়েছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট