১০০ বছরে পা দিল রাজ্য স্তরের স্টেট ব্যাঙ্ক কর্মীদের সংগঠন স্টাফ আ্সোসিয়েসন ।১৯২০ সালের ৯ ই জুলাই যে সংগঠন শুরু করে কলকাতা থেকে ।সেই সময় স্টেট ব্যাঙ্কের নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া । তখন কর্মী সংগঠনের নামও ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ আ্সোসিয়েসন ।পরে যখন ব্যাংকের নাম পরিবর্তন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাখা হয়, তখন থেকেই সংগঠনের নাম বদলে হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ আ্সোসিয়েসন ।যার সর্ব ভারতীয় রূপ হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্মী ফেডারেশন ।সেই সংস্থাই ৯ ই জুলাই শতবর্ষ পদার্পণ করে ।
একশো বছরে পা স্টেট ব্যাঙ্ক কর্মী সংগঠনের
শনিবার,১৩/০৭/২০১৯
601