গৃহবধূকে ধর্ষনের ধৃত গুনীন


শনিবার,১৩/০৭/২০১৯
952

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : ঝাড়ফুঁকের নাম করে গৃহবধূকে ধর্ষন করার অভিযোগে এক গুনীন কে গ্রেপ্তার করলো কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম হামিদ মোল্লা, বাড়ি কাশীপুর থানার কাটাডাঙ্গা গ্রামে।শুক্রবার সন্ধায় ওই তান্ত্রিক কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষন, জোর করে আটকে রাখা এবং খুনের হুমকি সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে কাশীপুর থানায়।

পুলিশ জানিয়েছে উত্তর ২৪ পরগণার গাইঘাটার বাসিন্দা এক গৃহবধূর দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল। তাছাড়া তাঁর এক সন্তান প্রায়শই শারীরিক সমস্যায় ভুগত। সেজন্য তিনি কাশীপুর থানা এলাকায় বাপের বাড়িতে এসেছিলেন সমস্যার সমাধান খুঁজতে। শুক্রবার দুপুরে ওই গৃহবধূ যখন তান্ত্রিকের বাড়ি যান তখন হামিদ তাঁর মা কে বাড়ির বাইরে বসিয়ে ওই নির্যাতিতাকে ঘরের মধ্যে একলা নিয়ে যান। সেখানে জোর পূর্বক ওই মহিলাকে ধর্ষন করে। এবং এ কথা বাইরে জানাজানি হলে তাঁকে খুন করার হুমকি দেন। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ ওই মহিলা সটান চলে আসেন কাশীপুর থানায়। তিনি হামিদ মোল্লার নামে ধর্ষনের অভিযোগ করেন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট