আবার উলটো রথের আনন্দে সাজলো বহিরা অঞ্চলের অন্তর্গত ছোট্ট গ্রাম বরোআমশা। সোজা রথের সময় ঠিক জতটা আনন্দ দেখা গিয়েছিল মানুষের চোখে মুখে ঠিক ততটাই আনন্দ আজ্ও আছে। একটুকো সেই আনন্দের পরিবর্তন ঘটেনি। এখানকার মানুষের একত্ব নজরে পরে এই রথযাত্রার মাধ্যমে।এখানকার মানুষের আগ্রহ অনেক বেশি তাই তারা এই ছোটো রথযাত্রার অনুষ্ঠান টিকে বরো রূপ দেওয়ার আশা রেখেছে।এই নিয়ে এই রথের এটি ৪র্থ তম বর্ষ। এই উলটো রথ বড়োআমশা কালীতলা থেকে হয়ে বহিরা পঞ্চায়েতের পাস দিয়ে গিয়ে খাসপুরের হয়ে বড়োআমশা মন্দিরতলায় এসে থামে।এই রথ পরিচালনায় রয়েছে কিছু দায়িত্ববান মানুষের উপর।
উলটো রথের আনন্দে সাজলো বহিরা অঞ্চলের অন্তর্গত ছোট্ট গ্রাম বরোআমশা
শুক্রবার,১২/০৭/২০১৯
588