ঝাড়গ্রাম : বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে আক্রান্ত হল তিন যুবক। ঝাড়গ্রাম থেকে যাওয়ার পথে হঠাৎই বিদ্যুৎ মাহাতো, সুবোধ মাহাতো ছাড়াও আরেক জন ছিলেন। তাদের সামনে হঠাৎই হাতি চলে আসে। দুটি হাতিকে আচমকাই সামনা সামনি দেখতে পেয়ে কোনক্রমে সাইকেল ফেলে দিয়ে ছুট দেয়। ফিরে এসে দেখে সাইকেল আছে কিন্তু সাইকেলের হ্যান্ডেল উল্টো দিকে ঘোরানো এতটাই রেগে আছে ওই দাঁতাল হাতি গুলি তা প্রমাণ হল ভাঙ্গা সাইকেল দেখে।
বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে আক্রান্ত হল তিন যুবক
শুক্রবার,১২/০৭/২০১৯
654