হাসপাতালে ঘটলো এক আজব ঘটনা, উধাও হল হাতের কাটা আঙুল


বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
1079

কলকাতা: হাসপাতালে ঘটলো এক আজব ঘটনা, উধাও হল হাতের কাটা আঙুল, খোঁজ পেতে রোগীর পরিবার দারস্ত হল থানায় । এই আঙুল কাটা গিয়েছে একটি বাইক দুর্ঘটনায়। কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে সেই আঙুল নিয়ে নীলোৎপল চক্রবর্তী দেড় ঘণ্টার মধ্যে পৌঁছে গিয়েছিলেন। আর তাকে বলা হল অস্ত্রোপচার করে পরের দিন সকালে আঙুল জুড়ে দেওয়া হবে। আর অস্ত্রোপচারের সময় দেখা গেল কাটা আঙুল উধাও ।তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেলনা হাসপাতালে।

জানা গিয়েছ আন্দুলের বাসিন্দা নীলোৎপল বুধবার দুপুরে হাওড়ার ফোরশোর রোড দিয়ে বাইক চালাচ্ছিলেন তখন বাইক নিয়ে পড়ে গিয়ে ক্লাছের ফাঁকে আটকে কেটে গিয়েছিল নীলোৎপলের বাঁ হাতের মধ্যমা।নীলোৎপল নিজেই সেই আঙুল কুড়িয়ে কাগজে মুড়ে চলে যান হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে সেখানকার এক প্লাস্টিক সার্জেন তাঁকে বলেন একবালপুরে ডায়মন্ড হারবার রোডের একটি বেসরকারি হাসপাতালে যেতে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট