ঘাটাল কলেজে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে আহত ৫


বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
537

পশ্চিম মেদিনীপুর: ঘাটাল কলেজের গেটে এবিভিপির লাগানো ব্যানার ও পোস্টার বুধবার খুলে ছিঁড়ে ফেলে দেয় তৃণমূল ছাত্র পরিষদ বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ঘটনার প্রতিবাদে কলেজের গেটের সামনে জড়ো হয় এবিভিপির নেতা কর্মীরা। অপরদিকে কলেজের গেটের উল্টো দিকে জমায়েত ছিলো তৃণমূল ছাত্রপরিষদেরও। এমতাবস্থায় ওই কলেজের তৃণমূল ছাত্রপরিষদের জিএস তথা ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের ছেলে অংশুমান দোলই বাইক নিয়ে গেটের সামনে এবিভিপির জটলার মধ্যে দাঁড়িয়ে পড়ে। অভিযোগ, সেসময় তার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে এবিভিপির ছেলেরা।

উল্টোদিকে থাকা তৃণমূল ছাত্রপরিষদের ছেলেরা কলেজ থেকে লাঠিসটা নিয়ে এরপর তান্ডব শুরু করে। সংঘর্ষে উভয়পক্ষের চার থেকে পাঁচজন আহত হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি। এদের মধ্যে বিধায়ক পুত্রও রয়েছে। কলেজে পরীক্ষা চলাকালীনই চলে এই সংঘর্ষ, ভাঙচুর। ঘাটাল থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে পৌঁছলেও নীরব দর্শক হয়েই ছিল বলেই অভিযোগ। ঘটনায় একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

https://youtu.be/b4boh29wFIc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট