ঝাড়গ্রাম : শুরুটা হয়েছিল কয়েক মাস আগেই। গড় শালবনিতে ফল বাগানের ফল খাওয়ার মধ্য দিয়ে। কিন্তু ফল শেষ। তাই এবার গ্রামে হানা। যদিও গ্রামবাসীদের অভিযোগ বার বার বন দপ্তরকে জানিয়েও কোন লাভ হয়নি। হাতি আর হাতি। ভোর থেকে রাত। তান্ডব চালাচ্ছেই। ভয়ে আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন গ্রামের ছা-পোষা মানুষগুলো। কিন্তু কবে রেহাই পাবে সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে। ঝাড়গ্রাম ব্লকের কেঁউদিশোল, বৃন্দাবনপুর, কলাবনি, কুমারী, ঘৃতখাম,শুসনি গ্রাম গুলিতে হাতির তাণ্ডব চলছেই প্রত্যেক দিন। আর যার জেরে কার্যত নাজেহাল সাধারণ গ্রামবাসী। মুক্তির অপেক্ষায় তাঁরা পথ চেয়ে বসে আছেন !
ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে হাতির তাণ্ডব চলছেই, নাজেহাল সাধারণ গ্রামবাসী, নিশ্চুপ বন দপ্তর
বৃহস্পতিবার,১১/০৭/২০১৯
540