বানতলায় শ্রমিক বিক্ষোভ-সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন কয়েকশো শ্রমিক


বুধবার,১০/০৭/২০১৯
454

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়ঃ শ্রমিকদের দাবিদাবা পুরান তো দূরের কথা মাসিক মাহিনা দিনের পর দিন আটকে রাখার অভিযোগে বানতলা চর্মনগরীর নির্মান সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন কয়েকশো শ্রমিক।

বুধবার সকাল থেকে শ্রমিকরা বানতলা চর্ম নগরীর দুই নাম্বার গেটের ভিতরে চর্ম নগরীর নির্মাতা সংস্থা এম এল ডালমিয়ার অফিসের সামনে ধর্ণায় বসেন।অফিসের গেটে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। পরে তাঁরা বানতলা চর্ম নগরীর ২ নম্বরের গেট বন্ধ করে প্রতিবাদে সোচ্চার হন। যদিও শ্রমিকরা ক্ষোভ বিক্ষোভ দেখালেও সংস্থার মালিক পক্ষ বা সরকার পক্ষের কেউ সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেননি। শ্রমিকরা সকলেই তৃনমূল শ্রমিক সংগঠনের কর্মী বলে দাবি করেছেন। এ বিষয়ে মোহন মন্ডল নামে এক শ্রমিক বলেন, ‘আমরা সকলেই জমিহারা। বানতলা চর্মনগরী তৈরি হওয়ার সময়ে আমরা সকলেই জমি দিয়েছিলাম। সেই সময় লেদার কমপ্লেক্স থানায় ২৮ জন, ইলপাতে ৬১ জন ও বানতলা আই টি পার্কে ৪৮ জন কে কাজে নেওয়া হয়। আইটি পার্ক গুলিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোর চলছে। সেজন্য আইটি কোম্পানীগুলি গত সাত আট মাস ধরে শ্রমিকদের কোন মাহিনা দিচ্ছে না। তাই পেটের দায়ে আমরা পথে নেবে প্রতিবাদ করছি।‘ এ ব্যপারে কোন মন্তব্য করতে চাননি ওই এলাকার দায়িত্বে থাকা তৃনমূল শ্রমিক নেতা রাকেশ রায় চৌধুরীর।এমনকি এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি বানতলা চর্মনগরীর ট্যানারি অ্যাসোসিয়েশন এর কর্তৃপক্ষরা ।এখন কর্ম হীন হওয়ার আশঙ্কায় ভুগছেন একদা চর্মনগরীর জমির মালিকরা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট