কাটমানির অভিযোগ ভিত্তিহীন,পাল্টা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করলেন রেজ্জাক পুত্র মোস্তাক আহমেদ


বুধবার,১০/০৭/২০১৯
472

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়ঃ মোস্তাক আহমেদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছিলেন ভাঙড়ের দুই তৃনমূল কর্মী লালবাবু মোল্লা ও মনিরুজ্জাম মোল্লা। এ নিয়ে সোমবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছেন দুই প্রমোটার। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া গল্প এবং তাঁকে বদনাম করার জন্য করা হয়েছে বলে কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাল্টা অভিযোগ করেছেন মোস্তাক আহমেদ। মোস্তাক বলেন, ‘২০১৮ সাল থেকে আমি জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। তাঁর আগে কোন পোর্ট ফোলিও ছিল না আমার। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করি। কোনদিন কারুর থেকে পাঁচ পয়সা নিই নি। আমাকে বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে থানায়।‘ ভাঙড় ও লেদার কমপ্লেক্স থানায় প্রচুর ওয়েটল্যান্ড বুজিয়ে বিল্ডিং নির্মান করছে। সেগুলোর প্রতিবাদ করায় আমার ব্যক্তিগত ইমেজ খারাপ করার জন্য ওরা উঠেপড়ে লেগেছে।‘

প্রতিক্রিয়া দিতে গিয়ে লালবাবু মোল্লা বলেন, ‘মোস্তাক কেমন ছেলে সেটা ভাঙড়ের মানুষ হাড়ে হাড়ে চেনেন। নির্বাচনে জেতার পর এলাকার উন্নয়ন নিয়ে কোন কাজ করেননি। নিউটাউনের হাতিশালায় অফিস তৈরি করেছে শুধু তোলাবাজি করার জন্য। বহু লোককে চাকরি পাইয়ে দেবে, কাজ পাইয়ে দেবে বলে কোটি কোটি টাকা আত্মস্বাদ করেছে।‘

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট