বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনাল


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
837

আজ বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে বাধ সাধল বৃষ্টি । ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টি নামে ।ঐ সময় নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২১১ রান । ৪৬ ওভার ১ বল খেলে নিউজিল্যান্ডের স্কোর । কেন উইলিয়ামসন ৯৫ বলে ৬৭ রান করে আউট হন।রস টেলর ৮৫ বল খেলে ৬৭ রানে ব্যাট করছে ।টম ল্যাথাম ৪ বল খেলে ৩ রানে ব্যাট করছে ।ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ ৮ ওভারে ২৫ রান দিয়ে ১ টি উইকেট নেন ।ভুবনেশ্বর কুমার হার্দিক পান্ডে রবীন্দ্র জাডেজা যজূবেনদ্র চাহাল প্রত্যেকে ১ টি করে উইকেট নেন ।

আগেই বৃষ্টির পূর্বাভাস ছিল ।তাই দেখার বিষয় কখন আবার খেলা শুরু হয় এবং সেই অনুযায়ী দুই দলের রননীতি কী হয় ।তবে ক্রিকেট প্রেমিরা চাইছে লড়াই হোক তবেই তো বোঝা যাবে ফাইনালের যোগ্য কে?

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট