শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাইলেন


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
1305

প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাইলেন।
তার এ দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে তিনি বরেন, নগ্ন না হলে মিডিয়ায় টিকে থাকা যায় না। মিডিয়াতে টিকতে হলে নিজেকে নগ্ন করতেই হবে।
ছবিতে নগ্নদৃশ্যে অভিনয় করে অনেকেই সফল হয়েছেন। আমিও সে পথেই হাঁটতে চাই।তাছাড়া নগ্ন হওয়ার মধ্যে আমি খারাপ কিছু দেখি না বলে মন্তব্য করেন শার্লিন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে জানা গেছে।

এদিকে সমালোকরা মনে করেন, শার্লিনের এমন বক্তব্য নতুন কিছু নয়। সে কাউকে তোয়াক্কা করে না।নিজের স্বার্থে সব কিছু সে করতে পারে। তবে তার এমন বক্তব্যে আলাদা কোন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন অনেকে।এর আগে শার্লিন চোপড়া ‘কামসূত্র থ্রিডি’ ছবিতে নিজেকে প্রায় নগ্নভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করে আলোচনার শীর্ষে চলে আসেন।আর এবার তার এ নগ্নতার বৈধতা দেয়ার জন্যই এমন বক্তব্য দিয়েছেন বলেই মনে করছেন সবাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট