সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনলে কাউন্সিলররা কার দিকে থাকবে ?


মঙ্গলবার,০৯/০৭/২০১৯
739

কলকাতা : শ্রমিকদের ন্যয্য দাবি মানা হচ্ছে না, সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না অথচ আমি আন্দোলন করলেই বেইমান হয়ে গেলাম।শ্রমিকদের পাশে দাঁড়ানো যদি বেইমানি হয় তাহলে সেই বেইমানি আমি ১০০ বার করব বলেই হুংকার দিলেন সব্যসাচী দত্ত। তাঁকে পুরমন্ত্রী ফোন করেছিলেন কিনা জানতে চাওয়া হলে উত্তর এড়িয়ে গিয়ে বলেন, আমি তৃণমূলের সদস্য, দলের প্রস্তাব লিখিত আকারে দিক, তারপর জবাব দেব । তিনি আরো বল্লেন মুকুল রায় দাদা হিসেবে এসেছিলেন,  আমাকে বিনা অর্থে পরামর্শ দিয়েছেন । এছাড়া তিনি কাকে পরামর্শ দিচ্ছেন এই কথা বলে সব্যসাচী দত্তের কটাক্ষ, আমিও তৃণমূলের সদস্য, সেই মত আমারও পরামর্শ পাওয়ার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশান্ত কিশোর কোনও দিন পঞ্চায়েত ভোটে জিতেছেন কিনা। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনলে কাউন্সিলররা কার দিকে থাকবে ? তোপ সব্যসাচীর লিখিত ভাবে প্রস্তাব দিক ইস্তফার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট