আবার বড় ভূমিকম্প আমেরিকায়


সোমবার,০৮/০৭/২০১৯
869

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়া আবার বড় ভূকম্প। রিখটার স্কেলে এবারের কম্পনের মাত্রা ৭.১ আর মাত্র দুদিনের মাথায় রিজক্রেস্ট শহরে এই ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবারের প্রথম ভূকম্পের পর ১৪০০টি ছোট কম্পন অনুভূত হয়েছে সেখানে। লস অ্যাঞ্জেলিসের দেড়শো মাইল দূরে রিজক্রেস্টে বহু জায়গা থেকে আগুনের খবর এসেছে। অনেক জায়গায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। ভূকম্পের ফলে নড়ে উঠেছে ঘরবাড়ির ভিত, ধসেছে দেওয়াল। আতঙ্কে রাস্তায় বেরিয়েছেন বাসিন্দারা।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট