১১বছরের স্মৃতিতে আগামীকালের ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল


সোমবার,০৮/০৭/২০১৯
813

লীগের খেলা শেষের পর এবার নক আউট পর্ব শুরু ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ।ভারত লীগ পর্বে প্রথম হবার সুবাদে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী কাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি ।কিন্তু দ্বিতীয় বারের জন্য মুখোমুখি বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন ।সত্যিই দ্বিতীয় বারের জন্য মুখোমুখি ।প্রথম বার ২০০৮সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনাল মুখোমুখি হয় বিরাট ও উইলিয়ামসন এবং দুই জনেই ছিল অনূর্ধ্ব ১৯দলের অধিনায়ক ।সেবার উইলিয়ামসন কে টেক্কা দিয়েছিল বিরাট কোহলি ।

৪৩রান ও ২টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিরাট ।আগামী কাল ১১ বছর পর আবার বিরাট ও উইলিয়ামসন মুখোমুখি কিন্তু প্লাটফর্ম অন্য কিন্তু যুদ্ধ এক ।বিশ্বকাপ ২০১৯ এর মেগা সেমিফাইনাল ।দ্বিতীয় বারের মুখোমুখিতে কে বাজি মারে সেটাই ক্রিকেট প্রেমিদের উৎসাহের বিষয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট