ব্রাজিল ফের পেরুকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন


সোমবার,০৮/০৭/২০১৯
579

ব্রাজিল ফের পেরুকে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন । আমেরিকা ফাইনালে ব্রাজিল ১৯৯৫ সালের পর সেরা হল।আদেওনর লিওনার্দো বাচি-র ছেলেরা আমেরিকার ফাইনালে ৩-১ গোলে পেরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। এদিন মাএ ১৫ মিনিটের খেলায় এভারটন গোল করে দলকে জয়ের মুখ দেখানো। তার পর ফেরান গুরেরিও ৪৪ মিনিট খেলা অতিবাহিত হওয়ার পর পেনাল্টি সটে গোল করে দলকে আরও জয়ের দিশা দেখান। তবে এই ধারাবাহিকতা বজায় রাখতে দেননি গ্যাব্রিয়েল হাসুস।তিনি সঠিক সময়ে গোল করেন।ব্রাজিল প্রথমার্ধের ২-১ গোলেখেলা শেষ করে।

তারপর দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধারাবাহিক বজায় রেখে ছিল সাম্বা বাহিনী ।এরপর অবশ্য হাসুস লাল কার্ড দেখেন। খেলা যখন ৯০ মিনিটে পৌঁছায়রি ব্রাজিলের চার্লিসন পেনাল্টি পায়। সেই জোরে পেরুকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হলেন ব্রাজিল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট