১৫ জুলাই শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল


সোমবার,০৮/০৭/২০১৯
687

১৫ জুলাই শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল । ৪৮ ঘন্টা ধরে চলবে এই বছরের সব থেকে বড় অ্যামাজন সেল । এই সেল উপলক্ষ্যে অনেক প্রোডাক্ট লঞ্চ করবে ই – কমাস কোম্পানি । শুধু মাত্র অ্যামাজন প্রাইম গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন । ইতিমধ্যে এই সেল উপলক্ষ্যে প্রাইম ভিডিওতে একের পর এক সেলে নতুন ভিডিও রিলিজ করছে অ্যামাজন । ২০১৯ সালের প্রাইম ডে সেলে ১,০০০ এর বেশি প্রোডাক্ট লঞ্চ করবে অ্যামাজন । এর সাথে থাকছে আকর্ষণীয় সব অফার । সব ধরনের প্রোডাক্টে এই সেলে ছাড় দেবে মার্কিন ই-কমাস কোম্পানিটি

এই সেলটি চলবে ১৫ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত । সাধারণ অফারে বিভিন্ন প্রোডাক্টেস ডিসকাউন্ট পাওয়া যাবে । এই সেলে স্মাটফোনে অ্যামাজন দেবে দুর্দান্ত ছাড় ।কোম্পানি জানিয়েছে এই সেলে এমন কিছু অফার থাকবে যা আগে কখনো পাওয়া যায়নি । মোবাইল ফোনে ছাড়াও ইলেকট্রনিক বিভাগে ৫,০০০প্রোডাক্টে ছাড় দেবে অ্যামাজন ।

*১৫ জুলাই শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল*

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট