মাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধেই


সোমবার,০৮/০৭/২০১৯
445

ওডিশা: মাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধেই। ছেলের অন্যায়ের কহিনি এখানেই শেষ নয়, সঙ্গে নিজের বাবাকে বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে তার বিরূধ্যে। পুলিশসূ্ত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ওডিশার বালাঙ্গিরের কাছে। শনিবার বাবার সঙ্গে তীব্র ঝগড়া করার পরই মায়ের সঙ্গে এমনই ঘৃণ্যতর অপরাধ করে বলে জানিয়েছে পুলিশ। বেলপাদা থানার আইআইসি শিদানন্দ বরিহা বলছেন, ‘এদিন সকালে আমরা এই অভিযোগ পায়। সন্তোষ নামের ছেলেটির প্রথমে বাবার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই একটি কাঠের পাটা দিয়ে বাবাকে বেধড়ক মারধর করে সে। শয্যাশায়ী মাকেও জ্যন্ত পুড়িয়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।’

ওডিশা পুলিশের ওই আইসিসির কথায়, ‘অভিযোগ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাই। মাকে পুড়িয়ে দেওয়ার পর ওই কালপ্রিটের বাবা পাড়া-পড়শিদের সাহায্যের জন্য ডেকে নিয়ে আসেন।’ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে বেলপাডা পুলিশ এবং ঘটনার তদন্ত এখনও চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট