ভারতীয় ক্রিকেট এর চরিত্র পাল্টে দিয়েছেন ধোনি : আইসিসি


শনিবার,০৬/০৭/২০১৯
572

ভারতিয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অবদান অনেক বেশি তা সবাই জানে। ধোনির নেতৃত্বেই ২৮ বছর পর ভারত ২ বার বিশ্বচ্যাম্পিয়ান্শিপ জয় করে।২০০৭ সালেও টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ‘মেন ইন ব্লু’।ধোনির নেতৃত্বেই আইসিসির সবকটি বড়ো টুর্নামেন্ট জিতেছে ভারত।তা টেস্টের ১নম্বর দল্‌ই হোক বা ২০১৩ সালের চ্যাম্পিয়নশিপ ট্রফি।ধোনির ৩৮ তম জ্ন্মদিনের আগের দিন তাকে কুর্নিশ জানালো আইসিসি। নিজেদের অফিসিয়াল সাইটে এক ভিডিও পোস্ট কোরে ধোনিকে লেজেন্ড আখ্যা দিয়েছে আইসিসি।

আইসিসির বক্তব্য “ভারতের সবথেকে সফলতম অধিনায়ক ধোনি।যে বিশ্ব ক্রিকেটে ভারতের চরিত্র পাল্টে দিয়েছে।একজন সত্যিকারের লেজেন্ড”।ভিডিওটিতে ধোনির প্রশোংসা করতে দেখা যায় বিরাট কোলি,জস বাটলার,এবং বেনস্টোকস কে।সম্প্রতি ধোনির অবসর নিয়েও জল্পনা চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট