আসানসোল: গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাতে একমাত্র গাছই ভরসা । তাই পরিবেশকে রক্ষা করতে আসানসোল ইস্টার্নরেলওয়ে বয়েজ হাইস্কুলের ছাত্ররা উদ্যোগ নেয় যে তারা স্কুলের দেয়াল গুলিতে গার্ডেন করবে । এবং স্কুলের ছাএরা তাদের প্রিন্সিপাল একথা জানায় । স্কুলের প্রিন্সিপাল এক কথায় রাজি হয়ে যায় । স্কুলের সকল ছাত্ররা মিলে অনেক প্লাস্টিকের ২ লিটারের বোতল জমা করে । তার পর গাছ লাগানোর মতো করে বোতলটিকে কেটে নেয় । ও বোতলের ভিতরে পাথর , মাটি ও সার দিয়ে তাতে গাছ লাগাছেন ওই স্কুলের ছাত্ররা । ছাত্ররা গড়ে তুললো দেয়াল উদ্যান ।
গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাতে দেয়াল উদ্যান
শনিবার,০৬/০৭/২০১৯
421