বর্তমানে প্লাস্টিকের ব্যবহার দুশ্চিন্তার কারণ


শুক্রবার,০৫/০৭/২০১৯
526

বর্তমানে প্লাস্টিকের ব্যবহার অত্যন্ত বেড়ে চলেছে । প্রতি বছরে পৃথিবীতে কয়েক কোটি কোটি প্লাস্টিক জমা হচ্ছে । এই প্লাস্টিক কিছুতেই নষ্ট হতে চায় না । হাজার হাজার বছর ধরে পরিবেশে রয়েই যায় প্লাস্টিক । এই প্লাস্টিকের কারনেই পরিবেশ আরও দূষণ হচ্ছে । এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলেন ইসরায়েলের এক ইঞ্জিনিয়ার । ইঞ্জিনিয়ারটির নাম শ্যারোন বারাক । তিনি তৈরি করেছেন এমন এক ধরনের প্লাস্টিক যা সহজেই নষ্ট হয়ে যায় । শ্যারোন বলেছেন যে আজকের দুনিয়ায় প্লাস্টিকের ব্যবহারটা খুব বেশি । সাধারণ মানুষও প্লাস্টিক ব্যবহারে অভ্যস্ত ।

কিন্তু এই প্লাস্টিক কোনও ভাবেই ইকো হ্যান্ডলিং নয় । তাই বিশেষজ্ঞরা বলছেন যে একটা প্লাস্টিকের কাপ নষ্ট হতে ৫০ বছর , একটা প্লাস্টিক নষ্ট হতে ২০০ বছর , ও একটা প্লাস্টিকের বোতল নষ্ট হতে ৪৫০ বছর লেগে যেতে পারে । শ্যারোন এমন এক ধরনের জিনিস তৈরি করেছে যেটি দেখতে প্লাস্টিকের মতো হলেও তা একেবারে ইকো ফ্রেন্ডলি। তার দাবি যে এই জিনিস কম সময়ে জলে মিশে যায় , তাও পরিবেশের কোনও ক্ষতি করে না । শুধু তাই নয়, সেই জল আপনি খেতেও পারেন । তাতে আপনার শরীরের বিন্দুমাত্র ক্ষতি হবেনা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট