নেই বরুণ বিশ্বাস, আট বছর পর স্মৃতি হাতড়ে উঠে এল করুণ অবদান


শুক্রবার,০৫/০৭/২০১৯
527

উত্তর ২৪ পরগনা : নেই বরুণ বিশ্বাস, আট বছর পর স্মৃতি হাতড়ে উঠে এল করুণ অবদান। রাজনৈতিতে না থেকে কোনও আন্দোলন ছাড়ায় নিজপ্রচেষ্টায় তিনি গড়ে তুলেছিলেন বিপ্ল,নারীর মর্যাদা রক্ষার্থেই হোক বা নদী বাঁচানোর আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়াই হোক, বরুণ বিশ্বাস এক অনন্য। আর সেই আন্দোলনের জন্যেই প্রাণ খোয়াতে হয়েছিল তাঁকে। তবে মৃত্যু কোন ভাবেই স্মৃতি মুছিয়ে দিতে পারেনি। তাই বরুণ বিশ্বাসের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাল মর্যাদা সুরক্ষা আন্দোলন কমিটি।সকালে একটি সাইকেল র‌্যালি করে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করল মর্যাদা সুরক্ষা আন্দোলন কমিটি। সকালে বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে থেকে এই সাইকেল যাত্রা শুরু হয়৷ শেষ হয় গাইঘাটার সুটিয়ার বরুণ বিশ্বাসের বাড়িতে। সেখানেই তাঁর মূর্তিতে মাল্যদান করা হয় সকলে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট