শুক্রবার তৃণমূল ভবনে বাঁকুড়া ও ঝাড়গ্রামের নেতাদের বৈঠকে রুদ্রমূর্তি ধারণ করলেন মমতা


শুক্রবার,০৫/০৭/২০১৯
715

বিজেপিকে সাহায্য দলে মধ্যে থেকেও,এবিষয়ে চূড়ান্ত সিধান্ত মমতার। লোকসভার ভোটে দলে খারাপ ফল হওয়ার পর থেকেই ঝনঞ্জাটের মধ্যে বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ভবনে বাঁকুড়া ও ঝাড়গ্রামের নেতাদের বৈঠকে রুদ্রমূর্তি ধারণ করলেন মমতা। স্পষ্টভাষায় জানিয়ে দিলেন, ‘যাদের বিজেপিতে যাওয়ার প্রয়োজন, তারা যেতে পারে। দরকারে আমি একাই লড়ব’। তিনি আরও বলেন, যারা দলের মধ্যে থেকে বিজেপিকে সাহায্য করছে, তাদের খুঁজে বের করে এবার দল থেকে বের করে দেওয়া হবে।দলের নেতাদেরও যে আচার আচরণ পরিবর্তনের প্রয়োজন রয়েছে, সেকথাও বারবার বলেছেন তিনি। বলেছেন, ‘নেতাদের আচরণ বদলাতে হবে। জনসংযোগে জোর দিতে হবে।

আধিকারিক ও প্রশাসনের উপর নির্ভর করবেন না। দলের সংগঠনকে চাঙ্গা করতে হবে। বিধায়কদের মানুষের কাছে পৌঁছাতে হবে। লোকসভা ভোটের ফল দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমাদের কিছু ভুল ত্রুটি আছে। সেটা সংশোধন করতে হবে।সেই সঙ্গে সঙ্গে তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন, ‘যারা দল ছেড়ে চলে গেছে তাদের ফেরানো হবে না। বিজেপি বেকার ছেলেদের ছয় হাজার টাকা বেতনে নিয়োগ করেছে, তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য।’ দলের নেতাদের চাঙ্গা করতে তিনি বলেন, ‘ভয়টা কাকে পাচ্ছ? তোমরা কি লড়াই করতে ভুলে গেছ? ফিরে আসব আমরা ২০২১ সা্লের বিধানসভার ভোটে মাধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট