২০১৯ -এর মোদী সাকারের বাজেটে, অর্থমন্ত্রীর রায়ের পরে পড়ল শেয়ারবাজার


শুক্রবার,০৫/০৭/২০১৯
716

২০১৯ -এর মোদী সাকারের বাজেটে, অর্থমন্ত্রীর রায়ের পরে পড়ল শেয়ারবাজার। আজ সাকালে বাজেটে ৪০০০ সূচক হলেও,অর্থমন্ত্রী সীতারামণের প্রথম বাজেট পেশ করার পরে ফের মুখ থুবড়ে পড়ল সেনসেক্স।হু হু করে দর পড়তে শুরু করতেই দিনের মাঝামাঝি টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইনফোসিস ও এইচডিএফসি-এর শেয়ার বিক্রি করার জন্য চাপ বাড়তে থাকে। নীচে নামতে থাকে মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ইউপিএল ও সান ফার্মীর শেয়ার দর ৪% বা তার নীচে।ইয়েস ব্যাংকের শেয়ারদর নামে ৮.৬% এবং এনটিপিসি শেয়ারের দর নামে ৪.৭%।দিনের শেষে বিএসই এস অ্যান্ড পি সেনসেক্স এক শতাংশ নেমে ৩৯৫ পয়েন্ট নেমে এসে ৩৯,৫১৩ তে থামে। ১৩৬ পয়েন্ট নেমে এসে নিফটি ৫০ থামে ১১,৮১১ পয়েন্টে। এফএমসিজি এবং ব্যাংকিং সংস্থা ছাড়া জাতীয় শেয়ারবাজারে বাজেট ঘোষণার পরে বড়সড় ধস নামে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট